Posted by admin on 2025-03-29 23:15:52 |
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 223
সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ইনশাআল্লাহ, আগামী ঈদ-উল-ফিতরের পরদিন বিকাল ৩.০০ ঘটিকা থেকে জগতপুর সুবহাগাজী জামে মসজিদ প্রাঙ্গণে "যাকাত ও ছদাকাত ফাউন্ডেশন" এর ৬ষ্ঠ বার্ষিক স্বাবলম্বীকরণের উদ্দেশ্যে দীর্ঘকালীন প্রকল্প বিতরণ ও আলোচনা সভা-২০২৫ অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 'গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের'মাননীয় সচিব, জনাব নজরুল ইসলাম স্যার।
অতএব, উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের জন্য একান্ত কাম্য।
শুভেচ্ছান্তে,
ডাঃ জাবেদ আহমেদ
আহ্বায়ক,
যাকাত ও ছদাকাত ফাউন্ডেশন