যাকাত ও ছদাকাত ফাউন্ডেশন বিতরন ২০২৫

Social Social activites and religion

Posted by admin on 2025-04-01 21:54:35 |

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 117


যাকাত ও ছদাকাত ফাউন্ডেশন বিতরন ২০২৫

আলহামদুলিল্লাহ

 আমাদের  যাকাত ও ছদাকাত ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের ৬ষ্ঠ বার্ষিক স্বাবলম্বীকরণের উদ্দেশ্যে "দীর্ঘকালীন প্রকল্প বিতরণ ও আলোচনা সভা" ২০২৫ অনুষ্ঠিত হয়।

আজকের দীর্ঘকালীন প্রকল্প বিতরন অনুষ্ঠানে 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

'গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের" সচিব,

 মোঃ নজরুল ইসলাম। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ( পিএসসি) সচিব, 

ড. মোঃ সানোয়ার জাহান ভূইয়া। 


এ বছর আমাদের বিভিন্ন ধরনের স্বল্প ও দীর্ঘ মেয়াদি  প্রকল্প বিতরণ করা হয় যার মধ্যে 

১২ টি সেলাই মেশিন, ২ জন ক্যান্সার ও ১ জন কিডনি আক্রান্ত রোগী, 

তিনটি ফ্যামিলির ঘর মেরামত, ১ জনকে সাবমার্সিবল কল, ২ জনকে গবাদি পশুপালন,১ জনকে প্রবাসে যেতে সহযোগিতা, ১জনকে  গাড়ি ক্রয়ে সহায়তা, ১ জনকে গাছ কাটার আধুনিক যন্ত্রপাতিতে মোট ১১ লাখ ৩০ হাজার টাকা ব্যয় হয়। 

আল্লাহ তা'আলা সকলের যাকাত ও দানের টাকা কবুল করুক ( আমিন)।


ডাঃ জাবেদ আহমেদ 

আহবায়ক 

যাকাত ও ছদাকাত ফাউন্ডেশন 

সুবহাগাজী সমাজ, জগতপুর, বুড়িচং কুমিল্লা।

Leave a Comment:
>